বিজয় একদিনের নয়
-আয়েশা চৌধুরী
বহু শোষণ এর পর অর্জিত যে জয়,
বহু অশ্রুর পর অর্জিত যে জয় –
সেটাই তো বিজয়।
পরাধীনতার শিকল ভাঙ্গার জয়,
যে আনন্দ হয়-
সেটাই তো বিজয়।
বিজয় মানে শুধু আনন্দ নয়,
বিজয়ে বহু বেদনা রয় –
এটাইতো বিজয়।
শোষকের পরাজয়,
নিপীড়িতের যে জয়-
এটাই তো বিজয়।
বার-বার পরাজয়,
শেষে যে জয় হয় –
সেটাই তো বিজয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।