বিজয় একদিনের নয়
-আয়েশা চৌধুরী
বহু শোষণ এর পর অর্জিত যে জয়,
বহু অশ্রুর পর অর্জিত যে জয় -
সেটাই তো বিজয়।
পরাধীনতার শিকল ভাঙ্গার জয়,
যে আনন্দ হয়-
সেটাই তো বিজয়।
বিজয় মানে শুধু আনন্দ নয়,
বিজয়ে বহু বেদনা রয় -
এটাইতো বিজয়।
শোষকের পরাজয়,
নিপীড়িতের যে জয়-
এটাই তো বিজয়।
বার-বার পরাজয়,
শেষে যে জয় হয় -
সেটাই তো বিজয়।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।