ঢাকাবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

প্রকাশিত হয়েছে কিঙ্কর আহসানের ‘হিজলতলি’

কামরুল হাসান হৃদয়
ডিসেম্বর ২৯, ২০২২ ৫:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রতি প্রকাশিত হয়েছে লেখক কিঙ্কর আহসানের গল্পগ্রন্থ ‘হিজলতলি’। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রি।

প্রকাশক জানান, বইটি পেতে রকমারি ডটকমে প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডার করলে লেখকের অটোগ্রাফসহ বইটি পাওয়া যাবে। গায়ের মূল্য ২০০ টাকা।

বইটি সম্পর্কে লেখক কিঙ্কর আহসান বলেন, ‘লেখালেখি থেকে দূরে আছি অনেকদিন। বইমেলায় বড় কোনো বই লিখবো না এবার। যারা ভালোবাসেন, অনেকের ভিড়ে সামান্য এ লেখককে মনে রাখেন, তাদের জন্য নিয়ে এলাম বইটি। আপনারা আগলে রাখলে ভালো লাগবে।’

কিঙ্কর আহ্সান নিয়মিত উপন্যাস ও ছোটগল্প লিখছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি। উল্লেখযোগ্য বই হচ্ছে ‘মেঘডুবি’, ‘বিবিয়ানা’, ‘নীলডুমুর’ প্রভৃতি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!