সম্প্রতি প্রকাশিত হয়েছে লেখক কিঙ্কর আহসানের গল্পগ্রন্থ ‘হিজলতলি’। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রি।
প্রকাশক জানান, বইটি পেতে রকমারি ডটকমে প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডার করলে লেখকের অটোগ্রাফসহ বইটি পাওয়া যাবে। গায়ের মূল্য ২০০ টাকা।
বইটি সম্পর্কে লেখক কিঙ্কর আহসান বলেন, ‘লেখালেখি থেকে দূরে আছি অনেকদিন। বইমেলায় বড় কোনো বই লিখবো না এবার। যারা ভালোবাসেন, অনেকের ভিড়ে সামান্য এ লেখককে মনে রাখেন, তাদের জন্য নিয়ে এলাম বইটি। আপনারা আগলে রাখলে ভালো লাগবে।’
কিঙ্কর আহ্সান নিয়মিত উপন্যাস ও ছোটগল্প লিখছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি। উল্লেখযোগ্য বই হচ্ছে ‘মেঘডুবি’, ‘বিবিয়ানা’, ‘নীলডুমুর’ প্রভৃতি।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।