ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

বিজয় দিবসে আয়েশা চৌধুরীর কবিতা

কামরুল হৃদয়
ডিসেম্বর ১৬, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিজয় একদিনের নয়
-আয়েশা চৌধুরী

বহু শোষণ এর পর অর্জিত যে জয়,
বহু অশ্রুর পর অর্জিত যে জয় –
সেটাই তো বিজয়।

পরাধীনতার শিকল ভাঙ্গার জয়,
যে আনন্দ হয়-
সেটাই তো বিজয়।

বিজয় মানে শুধু আনন্দ নয়,
বিজয়ে বহু বেদনা রয় –
এটাইতো বিজয়।

শোষকের পরাজয়,
নিপীড়িতের যে জয়-
এটাই তো বিজয়।

বার-বার পরাজয়,
শেষে যে জয় হয় –
সেটাই তো বিজয়।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!