ঢাকাসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

২৮ ডিসেম্বর স্বপ্নের মেট্রোরেলের শুভ উদ্বোধন

জাহিদ হাসান
ডিসেম্বর ২৬, ২০২২ ৪:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ২৮ তারিখে ঢাকা মেট্রোর উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসাবে টিকিট কেটে মেট্রোয় চড়বেন শেখ হাসিনা।

২৮ ডিসেম্বর স্বপ্নের মেট্রোরেলের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে চলছে শেষ মুহূর্তের নানা প্রস্তুতিমূলক কাজ। রেললাইনে পরীক্ষামূলকভাবে চলছে মেট্রোরেল। সম্প্রতি রাজধানীর মিরপুরের ১২ নম্বর এলাকায়

Bangladesh Metro Rail : আগামী ২৮ তারিখেই ছুটবে ঢাকার প্রথম মেট্রো ট্রেন। শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন থেকেই ঢাকা মেট্রোর উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেদিনই সাধারন যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন না। ঢাকার বাসিন্দারা মেট্রো রেলে উঠতে পারবেন উদ্বোধনের পরদিন। চলতি বছরেই উদ্বোধন হয় পদ্মা সেতু। জাঁকজমক করেই পদ্মা সেতুর উদ্বোধন করে হয়। তবে ঢাকা মেট্রো রেল উদ্বোধন হবে সাদামাটা ভাবেই।

ঢাকা মেট্রোরেল (Dhaka Metro) পরিচালনার দায়িত্বে আছে ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড’ (ডিএমটিসিএল)। DMTCL-এর আধিকারিকরা জানান, আর্থিক সংকটের কারণে বাংলাদেশ সরকার খরচ কমাতে চাইছে। তাই মেট্রো রেলের উদ্বোধনে কোন জাঁকজমক থাকবে না।, যদিও বিভিন্ন দেশের প্রথম মেট্রোরেল চালুর অনুষ্ঠান জাঁকজমক করেই হয়। ডিএমটিসিএলের ম্যানেজিং ডিরেক্টর এমএনএ সিদ্দিক বলেন, “জাঁকজমক না হলেও উদ্বোধনী অনুষ্ঠান খুব ভালোভাবে করার জন্য চেষ্টা করব। নিরাপত্তা ও নানা আনুষ্ঠানের কারণে উদ্বোধনের দিন জনসাধারণ মেট্রোরেলে চড়ার সুযোগ পাবেন না। সাধারণ মানুষ পরদিন থেকেই মেট্রোরেলে উঠতে পারবেন।

“জানা গিয়েছে, উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসাবে টিকিট কেটে মেট্রোয় চড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (PM Hasina)। তিনি উত্তরা উত্তর স্টেশনে মেট্রোরেলের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। তারপরে মেট্রোয় চড়ে আগারগাঁও যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন অন্য আধিকারিকরাও। জানা গিয়েছে, প্রথম যাত্রী হিসাবে টিকিট কেটেই ট্রেনে উঠবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিমি পর্যন্ত মেট্রোর রেলপথ তৈরি করা হচ্ছে। তবে আপাতত ট্রেন চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। এই পথের দৈর্ঘ্যে ১১.৭৩ কিমি। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পথে মোট ৯টি মেট্রো স্টেশন রয়েছে। মেট্রোয় সর্বনিম্ন ভাড়া ধার্য করা হয়েছে ২০ টাকা। এই ভাড়া কমানোর দাবি তুলেছে যাত্রী কল্যান সমিতি। এদিকে রবিবারই একটি বৈঠকে বসে রেলের আধিকারিকা। কবে থেকে মেট্রোরেলের টিকিট বিক্রি শুরু করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক বলে জানা গিয়েছে।প্রসঙ্গত, ঢাকার যানজট কমাতে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল করার পরিকল্পনা নেওয়া হয় ২০১২ সালে। যদিও কাজ শুরু হয় ২০১৬ সালে। আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত লাইনে ট্রেন চালু করা হবে। আগামী বছরের শেষদিকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলবে। কমলাপুর পর্যন্ত রেলের কাজ ২০২৫ সালের মধ্যে শেষ করা হবে ঠিক করা হয়েছে। এই প্রকল্পে মোট খরচ দেওয়া হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। তার মধ্যে জাপান দিচ্ছে ১৯ হাজার ৭১৯ কোটি টাকা। জাপানের সহযোগিতায় গড়ে উঠেছে ঢাকা মেট্রো। অন্যদিকে, ২০৩০ সালের মধ্যে ঢাকায় ৬টি রুটে মেট্রোরেল চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!