ঢাকামঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

বইপড়া আন্দোলন’র বিজয় সেমিনার অনুষ্ঠিত

কামরুল হাসান হৃদয়
ডিসেম্বর ২০, ২০২২ ৭:২২ পূর্বাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়: জাতীয় সাহিত্য সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক সংগঠন বইপড়া আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৯ডিসেম্বর ( সোমবার ) বিকেল ৩টায় লক্ষ্মীপুর নিউ মার্কেটে ক্যারিয়ার ট্রেনিং একাডেমির হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ বিন হারুনের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব ইয়ামিনের সভাপতিত্বে প্রধান অতিথী এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিসের সহকারী সিভিল সার্জন ডাঃ নাহিদ রায়হান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের মিডিয়া বিষয়ক সম্পাদক লেখক ও সাংবাদিক কামরুল হাসান হৃদয়, পাঠাগার বিষয়ক সম্পাদক তায়্যেবুল ইসলাম শোভন, মাদ্রাসা বিষয়ক সম্পাদক আহমাদ ফাহাদ, আইটি বিষয়ক সম্পাদক রায়হান, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম রবিন, আফিফা সুলতানা জুঁই প্রমূখ।

প্রধান আলোচক ডাঃ নাহিদ রায়হান বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও স্বাধীনতার ইতিহাস নিয়ে আলোচনাকালে ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত ইতিহাস তুলে ধরেন এবং বলেন, আমাদেরকে বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস সম্পর্কে জানতে এবং অন্তরে লালন করতে হবে। ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সম্যক জ্ঞানার্জন করা একটি জাতীর জন্য অপরিহার্য আর এ বিষয়ে গভীরভাবে অধ্যয়ন করতে হবে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!