ঢাকাসোমবার , ৫ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

বই রিভিউ- শাহেদুল ইসলাম শাহীন

ডেস্ক এডিটর
ডিসেম্বর ৫, ২০২২ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

বই: শয়তান

লেখক: লিও টলস্টয়

ইউজিন আর্তেনিভ উপন্যাসের মূল চরিত্র। যার আত্নচরিত্র ও নৈতিক বিশ্বাস এর বহিঃপ্রাকাশ এই উপন্যাস।

ইউজিনের বাবা মারা যাওয়ার পর সে তার বুদ্ধি পরিশ্রম কৌশল ব্যবহার করে প্রায় হারাতে বসা জমিদারি রক্ষা করে।

ইউজিন উশৃঙ্খল বা কামুক প্রকৃতির লোক নয়, আবার সাধু-সন্ন্যাসীর মত মহাপুরুষও নয়। স্বাস্থ্য রক্ষার খাতিরে যৌবনে শারীরিক সম্পর্ক স্বাভাবিক ব্যাপার। ১৬ বছর বয়স থেকে ২৮ বছর বয়স পর্যন্ত নানা ধরনের স্ত্রীলোকের সঙ্গে ইতিপূর্বে তার যৌন সম্পর্ক ঘটেছে। তার ধারনা মনটাকে খোলা ও পরিষ্কার রাখতে স্ত্রীলোকের সাথে দৈহিক সম্পর্ক অপরিহার্য একজন পুরুষের জন্য।
স্টিপানিডা নামে এক বৃত্তের বিবাহিত মেয়ের সাথে গোপন অভিলাষ করে অর্থের বিনিময়ে। স্টিপানিডার রুপ,দেহ গঠন, সরলতার কারনে এটা শুধু মাত্র সম্ভোগ বা পরক্রিয়াতে সীমাবদ্ধ থাকেনি সেটা প্রেমে রুপান্তির হয়। কিন্তু সে বিয়ের আগে কোন মেয়ের সাথে মানুষিক ভাবে জড়িয়ে থাকতে চায়নি।।

ইউজিন তার দৃঢ় মনোবল, আত্ননিয়ন্ত্রন,নিখুঁত জ্ঞান বিচার করে স্টিপানিডার থেকে দূরে সরে আসে।

পরবর্তীতে লিজা নামে একটি মেয়ের সাথে তার পারিবারিক ভাবে বিয়ে হয়,লিজা রুপে গুনে অনন্যা,এবং বহুমূখী প্রতিভার অধিকারি। ইউজিন লিজাকে পেয়ে স্টেপানিডাকে প্রায় ভুলেই গেছে। ভুলবেইবা না কেন! লিজা ছিলো শিক্ষিত বুদ্দিমতি,সে ইউজিনকে তার সর্বস্ব দিয়ে ভালোবাসে। ইউজিনকে অনেক বুঝে, তার কাজে সাহায্য করে,আর রুপে লিজার ধারে কাছেও নেয় স্টেপানিডা।
লিজা গর্ভবতী হওয়ার পর বাড়ির কাজের জন্য দুইজন গৃহকর্মী আনে ইউজিনের মা। তাদের মধ্যে একজন স্টেপানিডা।

ইউজিন ভয় পায় স্টেপানিডা যদি লিজাকে সবকিছু বলে দেয়, তার প্রতি লিজার সম্মান,শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস সব কিছুই হারাবে। লিজাকে তার তার জীবনের থেকেও বেশি ভালোবাসে।

আবার স্টেপানিডা ও সেই আগের মতই আছে, ইউজিনের মন তাকেও চায়,বিবেক বাধা দেয়।স্টেপানিডা তার চাল চলন দিয়ে বুঝায়, ইউজিন তাকে আবার পেতে পারে।

ইউজিন নিজের অতীতের অপরাধ বোধে ভোগে,বর্তমানেও যে তার মনে আবার অপরাধ মোহ উকি দিচ্ছে , এতে সে নিজেকে নিজে ছোট মনে করে। এমন অন্তর্দ্বন্দ্বে ইউজিন আত্নহত্যা করে।

মন্তব্যঃ আমদের বর্তমানে কর্ম ভবিষ্যতের ফল। সুতরাং বর্তমানে খারাপ কিছু করলে আগামী খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। এই উপন্যাসের উপসংহার অংশ দুইটা।। এক অংশে ইউজিন নিজে আত্নহত্যা করে। অন্য অংশে ইউজিন স্টেপানিডাকে খুন করে। দুটাই করুন সমাপ্তি।।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!