খুব নিশিতে শিউলি তলায়
মিষ্টি হাসি হেসে।
হাতটি ধরে আমিও যাই
তাহার সঙ্গে ভেসে।
দুহাত মেলে ঘুরছে সে
খুব আনন্দে মেতে।
সে হারায় শিউলির ঘ্রাণে
আমি হারাই সে’তে।
গুলিয়ে ফেলি গোলকধাঁধায়
শিউলি বলবো কাকে!
জোছনায় মুগ্ধ হয়ে দেখি
সে শিউলির রূপকে।
রাতের মাঝে জোছনা সেজেছে
ফুলের মাঝে ফুলে।
গানে গানে শিউলি গুঁজে দিই
তাহার খোঁপা চুলে।
২২-১০-২০২২
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।