১
দুচোখ বেয়ে বৃষ্টি ঝরুক,
ইচ্ছেরা সব ডানা মেলুক।
আকাশ জুড়ে বর্ষা আসুক,
চোখের জলে মিশতে থাকুক।
ঘন কালো আকাশ জুড়ে,
একটু আলোর ঝলকানিতে।
ইচ্ছেগুলো যাচ্ছে উড়ে,
স্বপ্ন নিয়ে আকাশ পানে।
২
কোনটা রেখে কোনটা মানি
কথার চাপে মুছড়ে পড়ি,
কার কথা যে মেনে চলি
নিজের মনে দ্বিধায় মরি।
কে বুঝে কার মনের কথা
সব যেন এক মায়ায় ভরা।
৩
আবছা আলোয় পাহাড় চূড়ায় কে যেনো বসে আছে,
খেয়াল করে দেখলাম এতো আর কেউ না মনের কোণে আকাঁ সেই অপরিচিত মানবের প্রতিচ্ছবি।
ইচ্ছে করছে কাছে গিয়ে ছুঁয়ে দি, মুখপানে চেয়ে পরিচয় পর্ব শেষ করি।
কিন্তু, পাহাড় চূড়া, সেতো অনেক দূর,
সেখানে যাওয়া সাধ্যের বাইরে, তাইতো বসে বসে দেখছি, সেই প্রতিচ্ছবি, নাম না জানা সেই অপরিচিত অবয়বকে,
আর দেখা হলোনা,, চেনা হলোনা,, ছুঁয়ে দেওয়া হলোনা।
৪
আমিতো কথা বলি আকাশের সাথে,
সেতো আমার মনের সব কষ্টের সাক্ষী।।
চোখ দেখলেই যেন সে আমাকে বুঝে,
আর কেউ তো এমন বুঝেনা।
৫
চিঠিখানা আজও তোমার অপেক্ষায়
আমার মতো,
চিঠিখানা লিখেছি খুব ভালোবেসে,
যার প্রতিটি অক্ষরে আছে তোমার প্রতি আমার পরম যত্নে রাখা ভালোবাসা।
আমার অপেক্ষার পরিসমাপ্তিতে যেদিন তোমার হাতে চিঠিখানা দিতে পারবো, সেদিন তুমি বুঝবে।
চিঠির প্রতিটা ভাঁজে তুমি অনুভব করবে আমাকে।
প্রতিটা শব্দে তুমি আমার ছোঁয়া অনুভব করবে।
সেদিন নাহয় তুমিও আমার জন্য একখানা চিঠি লিখো, পাঠিয়ে দিয়ো আকাশের সন্ধ্যা তাঁরার ঠিকানায়।