হে হৃদ-মালিক,
চাহি তোমার তরে বিলিয়ে দিতে মোরে,
চাহি যৌবনের সর্ব বল বিলিয়ে দিতে তবে।
হে করুণাময়ী,
মোরে করো দয়া আজি, এ ক্ষণে ফিরিয়ে নাহি দিও।
এ বৈকেল বৈঠক-পাঠে মম আর্জি
বরণ করিয়া নিও আমায় তোমার জান্নাতে!
জীবন পার করিতে চাহি তোমার করুণা লয়ে-
চাহি তোমার রহমত-
তব সুখ-কাননে মম প্রবেশ করিবো হাসি মুখে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।