কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ইলেভেন কেয়ার পরিবারের ৩টি প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (২১ডিসেম্বর) সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন শিপু ও কামরুল হাসান হৃদয়ের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আবু আবদুল্লাহ জাহিদ, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মাকসুদ আলম, লক্ষ্মীপুর দারুল আমান একাডেমির উপাধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল, ইলেভেন কেয়ার একাডেমির প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে আগত অতিথিরা জেলায় ব্যতিক্রমী এবং মানসম্মত শিক্ষা প্রদানের জন্য প্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য যে, ইলেভেন কেয়ার পরিবারের ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান, ইলেভেন কেয়ার একাডেমি, ইলেভেন কেয়ার আইটি হাই স্কুল ও ইলেভেন কেয়ার মডেল মাদ্রাসার প্রায় সাড়ে তিন’শ শিক্ষার্থীর ফলাফল প্রকাশিত হয়। এতে দেখা যায় সব শিক্ষার্থীই আশানুরুপ ফলাফল অর্জন করে।