ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ এর ডিজিএম গ্রেপ্তার

ডেস্ক এডিটর
অক্টোবর ১৯, ২০২৪ ৪:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

কামরুল হৃদয়, লক্ষ্মীপুর: ব্ল্যাক আউট কর্মসূচি দিয়ে সারাদেশে অস্থীতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, রাজধানীর খিলক্ষেত থানায় রাষ্ট্রদ্রোহ ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাঁকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ি জোনাল অফিস এলাকা থেকে আটক করে সেনাবাহিনী। পরে সদর থানায় সোপর্দ করা হয়। তিনি ওই জোনাল অফিসের দায়িত্বে ছিলেন।

গত বৃহস্পতিবার আরশাদ হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আরিফুল ইসলামসহ ৪ জনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। দায়েরকৃত ওই মামলায় আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদী আরশাদ কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোন্নাফ হোসেন বলেন, বৃহস্পতিবার সারাদেশে পল্লী বিদ্যুৎ ব্ল্যাক আউট কর্মসূচি দিয়ে দেশকে অস্থীতিশীল করার পাঁয়তারা করা হয়। এঘটনায় আরিফুল ইসলামকে প্রধান আসামি করে সাইবার নিরাপত্তা আইনের মামলায় সেনাবাহিনী তাকে আটক করে থানায় সোপর্দ করে। রাতেই তাকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!