কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সরকারি কলেজ রোড ক্রীড়া চক্রের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল ইসলাম রাজুকে সভাপতি ও আব্দুল্লাহ আল খালেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটিতে বেলায়েত হোসেন রুবেলকে সহ-সভাপতি, আজাদ হোসেনকে সহ-সাধারণ সম্পাদক, শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং হাসান মাহমুদ শাকিলকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়।
জানা গেছে, রোববার (১৮ আগস্ট) বিকেলে ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা আমজাদ হোসেন আজিম এক জরুরি সভা আহবান করেন। ওই সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। পরে সর্বসম্মতিক্রমে রাজুকে সভাপতি ও খালেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
ক্লাব সূত্র জানায়, ১৯৯৯ সালে ক্লাবটি গঠন করা হয়। এরপর ২০০৯ সাল থেকে মজিবুর রহমান মুরাদ সভাপতি ও আমজাদ হোসেন আজিম সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ক্লাবটির কার্যক্রম চালু রাখা হয়েছিলো।
ক্লাবের নতুন কমিটির সভাপতি আমিনুল ইসলাম রাজু বলেন, বিভিন্ন কারণে ক্লাবের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আমাদেরকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে কলেজ রোড ক্রীড়া চক্রকে জেলার অন্যতম ক্লাব হিসেবে রুপান্তর করতে কাজ করবো।