ঢাকাসোমবার , ১৫ এপ্রিল ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

কবিতা

মুহাঃ আক্তারুজ্জামান
এপ্রিল ১৫, ২০২৪ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

অনুধাবন
জে আই জাহিদ।

কখনো যদি হারিয়ে যাই আড়ালে।
আসবনা ফিরে কভু আপন নীড়ে।
চিরচেনা সাথীদের অবারিত ভিড়ে।
ফিরবনা মায়াবি পাখনা মেলে।

বলবো না মন খুলে মনের কথা।
মিষ্টি মধুর তানে মাধুরী মেখে।
গল্পের স্রোতে ভাসাবো না শোকে
দিবনা আর কারো মনেতে ব্যাথা।

তিক্ত কথার বানে করবোনা বিদ্ধ
আশাহত কারো প্রশস্ত হৃদয়।
অযাচিত আগবেড়ে হবনাতো ক্ষুব্ধ
তোমাদের যত আলোক সভায়।

রাঙ্গা চোখের তীর্যক বাঁকা দৃষ্টি।
ফেলবোনা আর কভু কারো উপর।
করবেনা কারো মনে ভীতি সৃষ্টি।
যদি ও কেহ করে বড় অনাচার।

তাকাবো না কখনো দুচোখ তুলে।
যত হোক হৈচৈ এই ধরাধামে।
মাফ করে দিও মোরে সব কিছু ভুলে।
যত ভুল করেছিনু এই নরাধমে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!