আরিফ
কবি মুজতবা আল-মামুন
আরিফ বন্দা নয় সে কভু
যে করে না ইবাদাত মাবুদের
রিজিক হালাল হয়না তাহার
বদনসিব যে গাফলতের।
সাধু-সঙ্গ হয় না যাহার
পথ বেচে নেয় বর্বাদির
বিনিময়ে আশা করে যে ইবাদত
নয় সে আরিফ জাত পাকের।
গুনাহর পরে গুনাহর আশায়
বাঁচবে পাপীর এই তো হাল
আরিফ সে তো ঝরায় আঁসু
জনম যে তার রোজ সকাল।
পরধনে সধা আশক্তি যার
ভাবছে সে তো খুব চালাক
আবেদ আরিফ মুক্তি পেলো
দিয়ে দুনিয়ারে তিন তালাক।
০৮/১১/২০১২
কাব্যগ্রন্থ: পূজা
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।