ঢাকাশুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

পেলের মৃত্যুতে ব্রাজিলে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

জাহিদ হাসান
ডিসেম্বর ৩০, ২০২২ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল এখন খেলতে নামে হেক্সা মিশনে। সর্বশেষ তারা বিশ্বকাপ শিরোপা জিতেছিল ২০০২ সালে। যেটি ছিল তাদের পঞ্চম শিরোপা কিন্তু বিশ্বকাপ শিরোপা জয় কাকে বলে তা ব্রাজিলকে প্রথম চিনিয়েছিলেন ফুটবলের রাজা পেলে।

ব্রাজিলের জেতা ৫ শিরোপার তিনটিই এসেছে পেলের সময়ে। ব্রাজিল ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। পেলে ছিলেন দলের অন্যতম প্রাণভোমরা।

তিনি ব্রাজিলকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। এমন একজন খেলোয়াড়কে হারিয়ে শোকে মুহ্যমান ব্রাজিলবাসী। পেলের মৃত্যুতে তাই তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা দিয়েছেন এক আবেগময় বার্তা। তিনি বলেছেন, ‘আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া আমি পেলের খেলা দেখেছি। পেলে যখন খেলত, তখন মাঠে অন্যরকম একটা মুহূর্ত সৃষ্টি হতো। মুগ্ধতা ছড়িয়ে যেত। যখন সে বল পেত, মনে হতো একটা কিছু হবে। প্রায় সময় সে গোল পেত।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!