বিজয়ের রক্তঝরা দিন
-জিদনি আক্তার
রক্তে ভেজা এ দেশের মাটি,
তবু বাজে স্বাধীনতার সুর,
বিজয়ের আলোয় জ্বলছে দ্বীপ,
স্বপ্নের দেশে এলো ভোর।
তরুণ বুকের অমর ত্যাগ,
এ পতাকায় লেখা নাম,
লাল সবুজের গর্ব আজ,
বাংলার মাটির অহংকার।
মায়ের ভাষায় কথা বলি,
জয় বাংলার গান গাই,
যে প্রাণ দিল মুক্তির আশায়,
তাদের স্মরণে মাথা নুইয়ে যাই।
বিজয়ের এই পবিত্র দিনে,
নতুন করে শপথ নেব,
বাংলা থাকবে চির অমলিন,
আমরা শান্তির পথিক হবো।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।