ঢাকাবৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

ড্রিমস ফর ইয়ুথ’র রায়পুর উপজেলা কমিটি গঠন

কামরুল হৃদয়
ডিসেম্বর ৫, ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: স্বেচ্ছাসেবী ও যুব সংগঠন ‘ ড্রিমস ফর ইয়ুথ ’ এর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ০৫ ডিসেম্বর ) ড্রিমস ফর ইয়ুথ-এর রায়পুর উপজেলা প্রেসিডেন্ট হিসেবে নুরউদ্দিন জাবেদ, ভাইস প্রেসিডেন্ট জান্নাত মেহবু্বা, জেনারেল সেক্রেটারি জিহাদ হোসেন ভূইয়া ও নাজনীন আরা প্রীতিকে জয়েন্ট সেক্রেটারি করে মোট ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা টিম গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন ট্রেজারার তানজিল হাসান, অর্গানাইজিং সেক্রেটারি শাওন ইসলাম অনি ও সাকিবুন নাহার জয়া, হিউম্যান রিসোর্স অফিসার মেঘলা দাস, প্রজেক্ট অফিসার ইশরাত জাহান মেঘলা, কালচারাল সেক্রেটারি খাদিজা আক্তার প্রমি, মিডিয়া ও কমিউনিকেশন সেক্রেটারি জয় সাহা, এডুকেশন সেক্রেটারি ইসরাত জাহান ও ইয়ুথ এন্ড স্পোর্টস সেক্রেটারি আশরাফুল ইসলাম।

এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছেন নুর আলম, আয়াত ইসলাম, জয়শ্রী সরকার বৃষ্টি, জুনায়েদ হোসাইন, মেহেরাব ইমরান আকিব, আদনান হোসেন, মো তারেক হোসেন, জিহাদ হোসেন জে.এম.এস, জুবায়ের হোসেন, তানভীর হোসেন সিয়াম, নিরব পাল, ঐশী পোদ্দার, ফজলে রাব্বি ও তানজু ইসলাম।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার পরিকল্পনায় নতুন ভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি ইতিমধ্যে শিক্ষা সহায়তা, রক্ত দান ও স্বাবলম্বী করার লক্ষ্যে ” হাসি মুখ ” নামে একটি প্রজেক্ট হাতে নিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য যে, প্রর্যায়ক্রমে ‘ড্রিমস ফর ইয়ুথ’র বাকি সব জেলা ও উপজেলায় টিম গঠন করা হবে বলে জানা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!