নোয়াখালী প্রতিনিধি:
বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দকে নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতি (নোসক সাংবাদিক সমিতি)।
গত মঙ্গলবার (৩ডিসেম্বর,২০২৪) নোয়াখালী সরকারি কলেজ ছাত্র-সংসদ মিলয়নায়তনে সাংবাদিকবৃন্দের বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়৷সাত (৭) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয় দৈনিক রুদ্র বাংলার ক্যাম্পাস প্রতিনিধি শোয়াইব হোসাইনকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন দৈনিক বাংলাদেশ সমাচারের ক্যাম্পাস প্রতিনিধি শহিদ আলম এবং সদস্য সচিব মনোনীত হন দৈনিক কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি মো. নূর হোসাইন। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন - রাইজিং বিডির প্রতিনিধি সুমাইয়া আক্তার,ঢাকা ভয়েসের প্রতিনিধি আব্দুর রহিম,দৈনিক বার্তার প্রতিনিধি আকরাম হোসাইন, নিউজ পোর্টাল মুক্ত কলমের প্রতিনিধি মুজাহিদুল ইসলাম ভূঁইয়া।
নোসক সাংবাদিক সমিতির উপদেষ্টার দায়িত্ব পালন করবেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছাইফুল আজিম।
উল্লেখ্য যে, প্রতিষ্ঠাকালীন সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।