ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

নিঃশ্বাস যতদিন আছে ততদিন আলেমদের সাথে থাকবো; এমপি নিজান

কামরুল হৃদয়
নভেম্বর ১৭, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: নিঃশ্বাস যতদিন আছে ততদিন আলেমদের সাথে থাকবো। আলেমরা আমাদের নামাজ শেখান। সুন্দরভাবে চলতে শেখান। আমি আলেমদের নিয়ে কথা বলেছি সংসদে। সে বক্তব্যের কারণে ২০ মিলিয়ন মানুষ আমাকে চিনে।

কথাগুলো বলেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

ওলামাদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন জোটের আসন এটি। অনেক কথা-ই শুনা যাবে। তবে জনগণ চাইলে আমি ধানের শীষে নির্বাচন করবো। জনগণ চাইলে আমি আশরাফ উদ্দিন নিজান নির্বাচন করবো।

রবিবার (১৭নভেম্বর) বিকেলে কমলনগরে এমপির বাসভবনে ওলামাদলের নেতাকর্মীদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল কাদের, যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, ছাত্রদল সভাপতি সাজ্জাদ হোসেন সাজ্জাদ ও সদস্য সচিব জাফর আহম্মেদ ভূঁইয়া প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপজেলার ওলামাদলের নেতাকর্মীরা সাংগঠনিক সক্রিয়তা বাড়ানোর লক্ষ্যে নতুন কমিটি গঠনের জন্য নিজেদের পরিচয় ও বক্তব্য উপস্থাপন করেন।

উল্লেখ্য যে, সাক্ষাৎ অনুষ্ঠানে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ১ ও সাংগঠনিক পদে ১জন জীবন বৃত্তান্ত জমা দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!