কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: ভাঙা ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে দিনমজুর আজাদ মিয়া। অভাবের সংসারে নতুন ঘর তোলা অসম্ভব ব্যাপার ছিলো তার। অবশেষে আজাদ মিয়ার কপালে জুটলো নতুন ঘর। ঘরের অভাব গোছালো জেলার রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের রাখালিয়া ছাত্র-তরুণ সমাজ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
রবিবার (১৭নভেম্বর) আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছাসেবীরা আজাদ মিয়াকে ঘর হস্তান্তর করে। ফুটো চাল আর রোদ-বৃষ্টির সাথে সখ্যতা শেষে আজাদ মিয়া যেনো বাসস্থানের নিশ্চয়তার পরশ পেলেন।
ঘর হস্তান্তর আয়োজনে উপস্থিত ছিলেন, সদর আংশিক ও রায়পুর আসনের সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়াসহ সংগঠনের স্বেচ্ছাসেবী ও স্থানীয় ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভুঁইয়া বলেন, সংগঠনের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই এবং তারা এ সংগঠনের সাধ্যমে মানুষের দোরগোড়ায় মানবিক সেবা পৌঁছে দিচ্ছে যা প্রশংসার দাবিদার। এ সময় তিনি সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।
রাখালিয়া ছাত্র-তরুণ সমাজের স্বেচ্ছাসেবী তানজিল বলেন, বন্যায় পুনর্বাসনের কথা দিয়েছিলাম, সে ওয়াদা রক্ষার্থেই এই দিনমজুর আজাদ মিয়াকে ঘর করে দিই। এটি আমাদের সংগঠনের আরেকটি সফলতা।
নতুন ঘর পেয়ে আজাদ মিয়া বলেন, আমি রিকশা চালিয়ে দিনাতিপাত করি। অনেক কষ্ট হয় সংসার চালাতে। সংগঠনের ভাইদের কাছে আজীবন ঋণী থাকবো আমার এমন উপকারের জন্য।
উল্লেখ্য যে, সংগঠনটি সারা বছর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে বন্যায় অগ্রণী ভূমিকা পালন এবং সড়ক সংস্কার ও মসজিদে সিসিটিভি ফুটেজ স্থাপন অন্যতম।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।