কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: মাওলানা মুহাম্মদ ইব্রাহীম টানা দশ বছর ধরে শিক্ষকতা করেছেন লক্ষ্মীপুর জেলা শহরের আল-ইতকান ইসলামিক ইনস্টিটিউটে। প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের কাছে প্রিয় এ শিক্ষকের বিদায়কে অমলিন করে রাখতে আয়োজন করা হয় এক অনাড়ম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠানের।
১৪নভেম্বর (বৃহস্পতিবার) প্রতিষ্ঠানের হলরুমে এক মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে এ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দীর্ঘ সময়ের এ পথচলাকে স্মৃতিময় করে ধরে রাখতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী এ শিক্ষককে উপহারস্বরুপ একটি মোটরসাইকেল উপহার দেওয়া হয়।
জানা যায়, মাওলানা মুহাম্মদ ইব্রাহীম টুমচর ইউনিয়নের বাসিন্দা। তিনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন।
স্মৃতিকাতর হয়ে মাওলানা মুহাম্মদ ইব্রাহীম বলেন, যতটুকু পেরেছি শিক্ষার্থীদের দেওয়ার চেষ্টা করেছি। সেজন্য তাদের প্রশংসা পাচ্ছি এবং পাশাপাশি দোয়া চাচ্ছি আল্লাহ-তা’লা যেনো আমাদের দুনিয়ার জীবনে সফলতা দান করেন।
তিনি আরো বলেন, আল্লাহ-তা’আলা আমাদের যেনো আবার মোলাকাত এবং জান্নাতে একত্রিত হওয়ার সুযোগ করে দেন। সবশেষ তিনি প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।
বিদায়ী এ শিক্ষকের বিদায়ে স্মৃতিকাতর হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। তাই নানান স্মৃতিময়ী বার্তা এবং উপহারে ভাসান এ প্রিয় শিক্ষককে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-ইতকান ইসলামিক ইনস্টিটিউটের মজলিসে শুরা, মাওলানা হারুন আল-মাদানি, চেয়ারম্যান ড. আসেম আল মাক্কী, অধ্যক্ষ মাওলানা ওয়াজিহ উদ্দীন হামিদ প্রমুখ।
আল-ইতকান ইসলামিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ড.আসেম আল মাক্কী বলেন, মাওলানা ইব্রাহীম সাহেব প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত ব্যক্তি ছিলেন। তিনি এ দশ বছর অন্যত্র যাওয়ার চেষ্টাও করেননি আল-ইতকান ছেড়ে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের পাঠদানের প্রতি একজন কর্তৃব্যনিষ্ঠ ব্যক্তি ছিলেন। যা একজন আদর্শ শিক্ষকের অনন্য নজির স্থাপন করেছে।