ঢাকাশুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কামরুল হৃদয়
নভেম্বর ১৫, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়,লক্ষ্মীপুর: উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরের সর্ববৃহৎ সামাজিক, শিক্ষামূলক ও ছাত্র কল্যাণমূলক প্রতিষ্ঠান ‘দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন লক্ষ্মীপুর’-এর ২০২৪ সেশনের মেধা মূল্যায়ন পরীক্ষা।

শুক্রবার (১৫নভেম্বর) জেলার সদর উপজেলার ৮টি কেন্দ্রে
বিকেল ৩টায় পরীক্ষা শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।

জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী এই মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেন। আগত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী এই মেধা মূল্যায়ন পরীক্ষার আয়োজনকে সাধুবাদ জানিয়ে সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাধারার বিকাশ সাধনে এমন কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা করবেন বলে জানান।

এ সময় পরীক্ষা পরিদর্শনে আসেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক উপ-পরিচালক আবু খালেদ মো. সাইফুল্লাহ, চেয়ারম্যান মো. আরমান পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন।

পরিদর্শন শেষে খালেদ সাইফুল্লাহ বলেন, শিক্ষার্থী-অভিভাবকদের আগ্রহ দেখে আমি আনন্দিত।
সে সাথে সরকারের প্রতি আহবান থাকবে আবারো যেনো পিইসি ও জেএসসি পরীক্ষা চালু করে।

বৃত্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে চেয়ারম্যান মো. আরমান পাটওয়ারী বলেন, মেধা, মননে, উন্নত প্রজন্মে বদলে দিবে বিশ্ব এ শ্লোগানকে সামনে নিয়ে প্রতিষ্ঠিত হয় লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আমরা অনেকগুলো প্রকল্প নিয়ে কাজ করি তন্মধ্যে সব থেকে বড় হলো বৃত্তি প্রকল্প। আমরা গত তিন বছর ধরে এ বৃত্তি প্রকল্প পরিচালনা করে আসছি। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের দেশ ও সমাজের জন্য নৈতিক-আদর্শিক মানুষ হিসেবে গড়ে তোলা।

২০২২ সাল থেকে শুধু পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা কর্মসূচির আয়োজন শুরু হয়। সময়ের পরিক্রমায় এ বছর সপ্তম শ্রেণি অন্তর্ভুক্ত হয়।

উল্লেখ্য, গত ১লা অক্টোবর থেকে ৩১ তারিখ পর্যন্ত দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মেধা মূল্যায়ন পরীক্ষার (পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী) রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হয়েছে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!