কামরুল হৃদয়, লক্ষ্মীপুর: ব্রাহ্মণবাড়িয়া থেকে লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা হাশেম আহমেদ রূপমকে গ্রেপ্তার করা হয়েছে। একটি চাঁদাবাজি মামলায় রামগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
রামগঞ্জ থানা পুলিশ জানায়, সম্প্রতি চাঁদাবাজির ঘটনায় কাজল নামের এক ব্যক্তি রামগঞ্জ থানায় একটি মামলা করেন। হাশেম ওই মামলার এজাহারভুক্ত আসামি। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাউতলি এলাকা থেকে রামগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হাশেম লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা।
রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, গ্রেপ্তার হাশেম চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।