ঢাকামঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

লক্ষ্মীপুরে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

কামরুল হৃদয়
অক্টোবর ২২, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

কামরুল হৃদয়, লক্ষ্মীপুর: রাষ্ট্রপতির পদত্যাগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক সাইফুল ইসলাম মুরাদ, সারোয়ার, সাইফুল ইসলাম মুরাদ, রিমন, কাজী রাহাদ, বেলায়েত হোসেন পাটোয়ারি।

এ সময় বক্তরা বলেন, ছাত্রলীগ আবু সাঈদসহ আরো শত শত আন্দোলনকারীকে হত্যা করেছে। আমরা চাই না এমন সন্ত্রাসী সংগঠন এই স্বাধীন বাংলাদেশে আর তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাক। তাই অতি দ্রুত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক। আর এই রাষ্ট্রপতি তাদের একটা অংশ, ফ্যাসিবাদের দোসর। আজ সে তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন উদ্দেশ্যমূলক কথা বলছেন। অতিদ্রুত তার পদত্যাগের দাবি জানান বক্তারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!