নিজস্ব প্রতিনিধি: আগামী বছরের (২০২৫ সাল) পবিত্র ঈদুল আজহায় ছয় দিন ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে। এছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ছুটি অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দুই ঈদে সাধারণ ছুটি একদিন করে। তবে ঈদের আগে ও পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। অন্যদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজয় দশমীর দিন সাধারণ ছুটি। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
বর্তমানে ঈদের ছুটি তিন দিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। এছাড়া এ বছর পূজা উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশে ছুটি একদিন বাড়িয়েছিল।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।