কাজী যুবায়ের, নোয়াখালী সংবাদদাতা: ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ উপজেলাধীন হাজনী খাল নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে।তার নাম নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বাড়ি টেকের বাজার এলাকায় বলে প্রাথমিক ভাবে অসমর্থিত সুত্রে জানাগেছে। এঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে চৌমুহনী লাইফকেয়ার হসপিটালে ভর্তি করেছে। ওই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ৮ টার দিকে।
প্রত্যক্ষদশীরা জানায়,রাতে চট্টমেট্রো- ল- ১৪ -১৭৮৩ মোটরসাইকেল টি তিন আরোহী নিয়ে হাজনী খাল এলাকায় রোড ডিভাইডারের ইউটান দিয়ে পূর্বদিকে মোড নেওয়ার সময় তাৎক্ষনিক একটি সিএনজি চালিত অটো রিকসা সামনে এসে পড়লে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ের ডিভাইডারের ওপর সিটকে পড়ে ঘটনাস্থলে চালক নিহত হয় ও অপর দুই আরোহী আহত হয়।
পরে নিহতের স্বজন ও বন্ধুরা ঘটনাস্থল থেকে লাশ বাড়িতে নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।