ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

লক্ষ্মীপুরে দুর্বৃত্ত’র হামলায় আ’লীগ নেতার মৃত্যু

কামরুল হাসান হৃদয়
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:

চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত পাঁচপাড়া ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর আলম ওরফে নুরু টেইলার(৫০) কে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

রোববার সন্ধ্যা ৯ টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত নুর আলম সদর উপজেলার পাঁচপাড়া গ্রামের গোয়াল বাড়ির কালামিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজনীতির পাশপাাশি তিনি টেইলারের কাজ করতেন। ৫ আগষ্টের পর সরকার পতনের পর থেকে নুর আলম ব্যবসা বন্ধ করে বাড়িতে আত্নগোপনে ছিল। রোববার রাত ৯টার দিকে একদল সন্ত্রাসীরা নুর আলমের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে পিটিয়ে নুর আলমকে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় নুর আলমকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের ছেলে আরিফ হোসেন বলেন, বিএনপির স্থানীয় সমর্থক ১৫/২০জনের একদল সন্ত্রাসী রাত ৯টার দিকে পাঁচপাড়ার বাড়িতে প্রবেশ করে। এসময় ঘরে হামলা চালায়। এতে আমার বাবা নুর আলমকে পিটিয়ে হত্যা করে। জানা গেছে ৫ আগষ্টের পর থেকে নুর আলম বাড়িতে আত্নগোপনে ছিলেন। পাশপাশি পাচঁপাড়া এলাকায় দোকান দিয়ে টেইলারের কাজ করতো বলে দাবী করেন তারা।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার. ডা. জয়নাল আবেদিন বলেন, নুর আলম হাসপাতালে আনার আগে মারা গেছে। তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে। তবে পিটিয়ে হত্যা করাপ হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

চন্দ্রগঞ্জ থানার পুৃলিশ পরির্দশক(তদন্ত) মো. মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এই হত্যাকান্ডের সাথে কারা জড়িত বা কি কারনে ঘটনাটি ঘটেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের চিহিৃত করে গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!