কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর:
হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সকল জনগণের পায়ের নিচে ফেলতে হবে। সবাই তাকে পিষ্ট করবে। তীলের চেয়ে ছোট করে তাকে টুকরো করা হবে। তার সাঙ্গপাঙ্গ সবাইকে এক সাথ করতে হবে। তারা যেমন আমাদের ছেলেদের ভ্যানগাড়িতে তুলে আগুনে পুড়েছে, তাদেরকেও সেভাবে করতে হবে।
৪আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শহিদ আফনানের মা ছেলে হত্যার বিচার চেয়ে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন।
জুলাই অভ্যুত্থানে শহিদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩সেপ্টেম্বর) বিকেল ৩টায় লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'র সমন্বয়ক আব্দুল কাদের (ঢাবি), হামযা মাহবুব ( ঢাবি), জিয়া উদ্দিন আয়ান (জাবি), সুমাইয়া আক্তার (ঢাবি), আলী আহাম্মেদ আরাফ (জবি), তাসনিয়া নওরীন (BUBT), মোঃ মহিউদ্দিন ( ঢাবি), খালেদ হাসান (ঢাবি)।
৯দফা দাবির ঘোষক সমন্বয়ক আব্দুল কাদের তার বক্তব্যে বলেন, আমরা সমন্বয়ক নয়, আমরা বন্ধু হতে চাই। আমাদের লক্ষ্য একটাই আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। যারা ফ্যাসিবাদের দোষর ছিলো, তাদের বিচার এ বাংলায় হবে।যারা সরকারের লেজুড়বৃত্তিক রাজনীতি করেছেন আমরা আপনাদের লালকার্ড দেখাতে চাই।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।