ঢাকাশনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

লক্ষ্মীপুরে জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

কামরুল হাসান হৃদয়
সেপ্টেম্বর ৭, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর:

জাতীয় ইমাম সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইমাম সম্মেলন। ৭সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় শহরের চক বাজার জামে মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম সমিতির মহাসচিব
মাওলানা শাহ নজরুল ইসলাম, সহ-সভাপতি মুফতি মাওলানা আখতারুজ্জামান, বায়তুল মোকাররমের খতিব মাওলানা ওয়ালিউর রহমান খান, খুলনা মহানগর ইমাম সমিতির সভাপতি প্রিন্সিপাল নাজমুস সাউর, গাউছিয়া কামিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা এজহারুল হক, ইমাম বার্তার নির্বাহী সম্পাদক অধ্যাপক মাওলানা আক্তার ফারুক, চট্টগ্রাম বিভাগ ইমাম সমিতির সভাপতি মাওলানা আ.ন.ম সোলাইমান, হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কাজী আবু হুরায়রা বলেন, আল্লাহ তাআলা আবাবিল পাখির মতো করে ছাত্রদের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে। আমাদেরকে এ স্বাধীনতা ধরে রাখতে হবে। এমনভাবে তিনি স্বাধীন করেছেন যেখানে ছাত্র-জনতার সমান অংশগ্রহণ ছিলো।

তিনি আরো বলেন, এ দেশ সাম্প্রদায়িক দেশ। হিন্দুরা এ দেশে ভালো আছে, কিন্তু ভারতীয় র-কর্তৃক এদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য যে, জেলার বন্যাকবলিত স্থানসমূহের ৩২৫ ইমামের মাঝে ২৫০০টাকার চেক বিতরণ করেন জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ। এবং ইমামদের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!