ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের শহিদী মার্চ পালন

কামরুল হাসান হৃদয়
সেপ্টেম্বর ৫, ২০২৪ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর:

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাস পূর্ণ হওয়াতে শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে শহিদী মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে শহরের বিজয় চত্বর (ঝুমুর) থেকে শহিদী যাত্রা কর্মসূচি শুরু হয়। শহিদী যাত্রাটি ঢাকা-লক্ষ্মীপুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আফনান চত্বর (উত্তর তেমুহনি) গিয়ে শেষ হয়। এর আগে আন্দোলন চত্বরে সমাবেশ করে শিক্ষার্থীরা।

এসময় ছাত্র-জনতাকে হত্যাকারী টিপুসহ তার দোসরদের গ্রেফতারের দাবি জানানো হয়। একইসঙ্গে, নতুন সরকারের উপদেষ্টাদের আরও তৎপর হয়ে আহত-নিহতদের তালিকা তৈরির আহ্বান জানান শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো: বায়েজিদ হোসাইন, মো: এনামুল হক, মো: সরওয়ার হোসাইন, মো: পারভেজ হোসাইন, মো: রেদোয়ান হোসেন রিমন প্রমুখ।

এসময় শহিদ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন শহিদ আফনানের ভাই এবং শহিদ কাউসার হোসেন বিজয়ের বোন।

শহিদ বিজয় হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন তার বড় বোন ফিরোজা আফরোজ মিথি। সেদিন শিক্ষার্থীদের গুলি করে হত্যাকারী খুনিদের বিচার চান এবং যুবলীগ সালাহ উদ্দিন টিপুর ফাঁসির দাবি করেন তিনি। এ সময় তিনি ভাই হত্যার স্মৃতিচারণ ও দ্রুত বিচার কার্য নিষ্পত্তি চেয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির আজ এক মাস পূর্ণ হলো। এ উপলক্ষে অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আজ ‘শহিদী মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!