নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মরহুম মো: কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে সৌরবিদ্যুৎ প্যানেল বিতরণ করা হয়েছে। গতকাল ১সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১টায় চর কাদিরা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে (রব বাজার, চর বাদাম, বটতলী, চরবসু) এ সৌরবিদ্যুৎ প্যানেলগুলো বিতরণ করা হয়।
এ সময় সৌরবিদ্যুৎ প্যানেল বিতরণে উপস্থিত ছিলেন,কামরুল ইসলাম স্বপন , কাজী সোহাগ, কাজী সামির, কাজী জিহাদ, কাজী নাদিম, আদনান শাহরিয়ার সোহান, লস্কর অভি, আব্দুর রহমান রাহাল প্রমুখ।
ফাউন্ডেশন'র কাজী সামির ও কাজী জিহাদ বলেন, আমাদের কাজী পরিবার সবসময় গরীব অসহায় হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মেহনতী মানুষের পাশে থাকে। আমরা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে বন্যা দুর্গত বিপদাপন্ন মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করছি, বন্যার শুরু থেকে ত্রাণ সামগ্রী বিতরণ, রান্না করা খাবারসহ আজ সৌরবিদ্যুৎ প্যানেল বিতরণ করেছি।
দুজনে আরো বলেন, এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করেছি। আমরা আগামী দিনেও বন্যার্ত মানুষসহ সকল সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাবো ইনশা আল্লাহ।
উল্লেখ্য যে, মরহুম মো: কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশন ২০২১ সালে প্রতিষ্ঠালাভ করে। সংগঠন প্রতিষ্ঠালাভের পর থেকেই সমাজের ছিন্নমূল হতদরিদ্র মানুষদের বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অর্থাভাবে যে সকল রোগীরা চিকিৎসা করতে পারে না তাদের চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া, বিভিন্ন মসজিদ-মক্তব ও এতিমখানায় কোরআন শরীফ, ইফতার সামগ্রী বিতরণ সহ দোয়া মাহফিলের আয়োজন করে থাকে।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।