কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, এ নিয়ে আতংকে রয়েছে জেলার লাখো মানুষ। নোয়াখালী থেকে বন্যার চাপ আসায় বেড়েছে এ জেলায় পানির উচ্চতা। পানির চাপ বাড়ায় জেলার পাঁচ উপজেলার আমনের বীজতলা, বারোমাসি সবজি এবং সব পুকুরের মাছ ভেসে গেছে এসব চাষীদের।
টানা বর্ষণ ও জোয়ারের পানিতে গৃহবন্দি জেলার ৬লাখেরও বেশি মানুষ। ডুবে গেছে পথঘাট এবং চরম দুর্ভোগে পড়েছে মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই হবে অবস্থার উন্নতি।
ভারী বৃষ্টিপাতের কারণে জেলার ৪০হাজার পুকুরের মাছ ভেসে যাওয়ায় চাষীদের প্রায় ৮০কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, মোহাম্মাদ বিল্লাল হোসেন।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান বলেন, ‘নদীতে ভাটা এলে জলাবদ্ধতা নিরসনে সব কটি স্লুইচ গেট খুলে দেওয়া হয়। আবার জোয়ারের সময় গেটগুলো বন্ধ করে দেয়া হচ্ছে।
এবং আমাদের পর্যবেক্ষক টিম সবসময় কাজ করে যাচ্ছে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, জেলায় ৬লাখ ৫৭ হাজার মানুষ গৃহবন্দি রয়েছে। বানভাসি মানুষগুলোর জন্য স্থায়ী এবং অস্থায়ী মোট ১৮৯টি সাইক্লোন শেল্টার খুলে দেওয়া হয়েছে। এবং পাঁচ উপজেলার মানুষদের জন্য আমরা শুকনো খাবার কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।