মির্জা সাইফুল ইসলাম : জনাব হারুনুর রশিদ একজন শিক্ষাবিদ ও নিয়মিত সামাজিক বিভিন্ন বিষয়ের উপর লেখালেখি করেন।এছাড়াও তিনি লক্ষ্মীপুর সনামধন্য প্রতিষ্ঠান লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের বর্তমান অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) হিসাবে খুব সুনামের সাতে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অনেক ভালো সংগঠক এবং সমাজ সেবক। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস অনার্স এমএসএস ( সমাজ বিজ্ঞান) ডিগ্রি লাভ করেন। পাশাপাশি আইনের উপর স্নাতক ডিগ্রি এলএলবি সম্পন্ন করেন। দৈনিক ধূমকেতু বার্তা'র পরিবারের পক্ষ থেকে আমাদের বর্তমান উপদেষ্টা সম্পাদক কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।