ঢাকাবুধবার , ৭ আগস্ট ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

পুলিশের কর্মবিরতিতে ট্রাফিক নিয়ন্ত্রণে ‘ছাত্রশিবির’

কামরুল হাসান হৃদয়
আগস্ট ৭, ২০২৪ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর:

বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকারীদের এক দফা দাবিতে গদি ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভাঙচুর ও লণ্ডভণ্ড রাষ্ট্রকে নতুন করে সাজাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বুধবার (০৭ আগস্ট) সরেজমিনে ঘুরে দেখা যায় লক্ষ্মীপুর জেলা শহরের দক্ষিণ স্টেশন (শহীদ মাসরুর চত্বর), চকবাজার, উত্তর স্টেশন (শহীদ আফনান চত্বর), ঝুমুর (বৈষম্যবিরোধী চত্বর) এলাকায় হাতে লাঠি, মুখে বাঁশির হুইসেল দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে ছাত্রশিবির এর নেতাকর্মীররা।

দেশের সংকট মুহূর্তে যখন বাংলাদেশ পুলিশ সদস্যরা কর্মবিরতি করে। ঠিক তখনই মাঠে সক্রিয় রয়েছে ছাত্রসংগঠনগুলো। ছাত্রশিবিরের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা মিলেছে সাধারণ শিক্ষার্থী, ছাত্র আন্দোলন ও রেড ক্রিসেন্টের কর্মীদেরও।

সাধারণ পথচারীরা জানান, একটি সুন্দর উদ্যোগ ছাত্রশিবির ও শিক্ষার্থীদের। সত্যিই আমরা মুগ্ধ। গতকাল দেখলাম তারা শহরের ধ্বংসস্তুপ পরিস্কার-পরিচ্ছন্ন করছে। আজ আবার তারা যানজট নিরসনের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। তাদের হাতে ছোট লাঠি, মুখে বাঁশির সুর। মনে হচ্ছে আসল ট্রাফিক পুলিশের সদস্যেরা দায়িত্ব পালন করছে।

কথা হলে কয়েকজন ছাত্রশিবির কর্মী ও শিক্ষার্থী জানান, এ দেশ সকলের। সবাই মিলেমিশে বসবাস করবো। কোন পরাশক্তি যেনো নৈরাজ্য সৃষ্টি না করতে পারে, সেদিকে আমরা ছাত্র সমাজ লক্ষ্য রাখছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো। এজন্য সকাল থেকে আমরা যানজট নিরসনে দায়িত্ব পালন করে যাচ্ছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!