ঢাকাশনিবার , ৩ আগস্ট ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

৯দফা দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

কামরুল হাসান হৃদয়
আগস্ট ৩, ২০২৪ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: ৯ দফা দাবিতে লক্ষ্মীপুরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জেলা শহরের উত্তর তেমুহনী থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঝুমুরের ইলিশ চত্বরে এসে অবস্থান নেয়৷ সেখানে বেলা ১২টা পর্যন্ত অবস্থান নেয় তারা। বিক্ষোভকারীদের হাতে লাঠিসোটা লক্ষ্য করা যায়।

এসময় পুলিশ সদস্যরা কিছুটা দূরত্বে অবস্থান নেয়।

আন্দোলনকারীরা তাদের উপর গতকাল শুক্রবার দুপুরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানায়, জুমার নামাজের পর জেলা শহরের চকবাজার এলাকায় তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা আহত হয়। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তারা বিচার দাবি করেন। এছাড়া ঢাকাসহ সারাদেশ ছাত্র ও নিরীহ জনগণের উপর নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায়ও বিচারের দাবি জানিয়েছেন।

৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!