লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল কলেজে প্রফেসর মোঃ আবদুল লতীফ মহোদয়ের অধ্যক্ষ পদে যোগদান।
লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক মোঃ আবদুল লতীফ মহোদয় লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেছেন।
সোমবার ১৫ এপ্রিল ২০২৪ ইং তারিখে অধ্যক্ষের যোগদান উপলক্ষে কলেজের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অধ্যক্ষ মহোদয় কলেজের সার্বিক উন্নয়নে সবার সহোযোগিতা কামনা করেন। সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবদুল কাদের প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন। সভাটি পরিচালনা করেন কলেজের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মোঃ তারেক হোসেন।
সভায় কলেজের পরিচালনা পরিষদের সকল সদস্য, শিক্ষক মন্ডলী এবং ককর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।