ঢাকাশুক্রবার , ১২ এপ্রিল ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

সরকারি চাকরিজীবীদের সম্মাননা দিয়েছে পিএমএসএসএস

কামরুল হাসান হৃদয়
এপ্রিল ১২, ২০২৪ ৮:১২ পূর্বাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়, নোয়াখালী: নোয়াখালী সদর পশ্চিম অঞ্চলের সেচ্ছাসেবী সংগঠন পশ্চিম মাইজচরা সমাজ সেবা সংগঠন (পিএমএসএসএস) এর উদ্যোগে সরকারি চাকরিজীবীদের সম্মাননা স্মারক প্রদান ও ইদ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১২এপ্রিল) সকাল ৯টায় নিউ মডেল জনতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের ব্যানারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ ইমাম হোসনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০নং আন্ডার চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।

আবু তাহের শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ জসিম উদ্দিন চৌধুরী, নিউ মডেল জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ ইউনুস, মোঃ শফিক উল্লাহ, দাতা লোকমান হোসেন, বিশিষ্ট সমাজসেবক ওসমান গণি, বেলাল হোসাইন, আহম্মেদ উল্লাহ, সংগঠনের উপদেষ্টা ডাঃ এসএম শরীফ উদ্দিন, সাংবাদিক কামরুল হাসান হৃদয়, সংগঠনের প্রধান পরিচালক আমিনুল ইসলাম সালাহ উদ্দিন, আব্দুল আহাদ, মোঃ জাফর উদ্দিন, আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আরিফ খাঁন ছোটন প্রমুখ।

সংগঠনে ১, ২, ৩নং সম্মিলিত ওয়ার্ডে বসবাসরত ২০১৫ পরবর্তী সময়ে ১০জন সরকারি চাকরিজীবীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মাননা পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে ২নং ওয়ার্ডের বাসিন্দা ও ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রাফট ইন্সট্রাক্টর (সিভিল) সাইফুল ইসলাম মুরাদ বলেন, পশ্চিম মাইজচরা সমাজসেবা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওনারা এলাকার চাকরিজীবীদের সম্মানে সম্মাননা স্মারক প্রদানের আয়োজন করেছেন। সে সাথে এ সংগঠনের মাধ্যমে মানবিক কাজগুলো করা হচ্ছে, এতে সমাজের অবহেলিত মানুষগুলো সেবা পাচ্ছে। সেজন্য আয়োজক কমিটিকে সাধুবাদ জানাই।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জসিম উদ্দিন বলেন, পশ্চিম মাইজচরা সদর পশ্চিম অঞ্চলের একটি অবহেলিত জনপদ। আমরা জনপ্রতিনিধিরা সেবা নিয়ে প্রতিটি পরিবারের দোরগোড়ায় পৌঁছাতে ব্যর্থ হই। সেখানে এমন একটি সেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। এতে আমাদেরও কাঁধ মিলিয়ে কাজ করতে সুবিধা হবে এবং প্রত্যেকটি মানুষকে সেবা দিতে পারবো এ সংগঠনের মাধ্যমে। সে সাথে একটি সুন্দর সমাজ বিনির্মাণে এ সংগঠন সহায়ক হবে বলে আমি মনে করি।

বক্তাদের বক্তব্য শেষে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ১০জন চাকরিজীবীর মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য যে, পশ্চিম মাইজচরা সমাজসেবা সংগঠন (পিএমএসএসএস) ২০২২সালে প্রতিষ্ঠিত হয়ে সমাজের বিভিন্ন পর্যায়ের অসহায় ও দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়াচ্ছে।প্রয়োজন অনুযায়ী সংগঠনের সেচ্ছাসেবকরা বিভিন্ন দান-অনুদান দিয়ে অবহেলিত এ জনপদের দারিদ্র মোচন ও বেকারদের কর্মসংস্থান, নারী উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা রাখছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!