কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীকে ঈদ বস্ত্র ও সালামি দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সোমবার (৮এপ্রিল) সকালে প্রতিষ্ঠানের হলরুমে এ ঈদবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মোহাম্মদ রেজা।
উপজেলার চর ফলকন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলে রাব্বি রেদোয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মানিক, সাংবাদিক কামরুল হাসান হৃদয়, রিমন আহম্মেদ রাজু, স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব মোঃ আবদুল গনি, মাওলানা আরিফ হোসাইন, হাফেজ মাহবুবুর রহমান প্রমুখ।
আলোচনাসভা ও বক্তাদের বক্তব্য শেষে অতিথিরা মাদ্রাসায় পড়ুয়া সাধারণ ও এতিম শিক্ষার্থীদের হাতে ঈদবস্ত্র তুলে দেন। ঈদ পূর্ববর্তী সময়ে শিক্ষার্থীরা নতুন পোশাক ও ঈদ সালামি পেয়ে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করে।
প্রধান অতিথির বক্তব্যে শামসুদ্দিন মোহাম্মদ রেজা বলেন, আমিও ছোটোবেলা থেকে হাফেজ হওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম, পরিবারেরও ইচ্ছা ছিলো কিন্তু দুর্ভাগ্য হাফেজ হতে পারিনি। আমি ছেলে সন্তানের জনক, ইনশা আল্লাহ ভবিষ্যতে তাকে হাফেজ বানাবো।
তিনি এসময়, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের ইসলামের কাণ্ডারি বলে ভূয়সী প্রশংসা করেন।