ঢাকাসোমবার , ৮ এপ্রিল ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

কমলনগরে ১০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

কামরুল হাসান হৃদয়
এপ্রিল ৮, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (৮এপ্রিল) দুপুরে উপজেলার চর লরেঞ্চ বাজারে সানরাইজ ক্লাব এর উদ্যোগে এ হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সানরাইজ ক্লাবের পরিচালক মোঃ বিপ্লব হোসাইন, চর কালকিনি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলে রাব্বি রেদোয়ান, দৈনিক গণকন্ঠ’র লক্ষ্মীপুর প্রতিনিধি কামরুল হাসান হৃদয়, যুব রেড ক্রিসেন্ট কমলনগর উপজেলা ইউনিটের ডেপুটি লিডার রিমন আহমেদ রাজু, মোঃ আরমান হোসাইন ,আব্দুল মান্নান, মোঃ রাশেদ প্রমুখ।

হুইল চেয়ার পেয়ে শারীরিক প্রতিবন্ধী তাহামিনা আক্তার ইতি (১০) বলেন, আমি পায়ের জন্য চলাফেরা করতে পারি না। জন্মলগ্ন থেকেই আমি এ সমস্যায় ভুগছি। মা আমাকে কোলে করে অনেক কষ্টে এক জায়গা থেকে আরেক জায়গায় নেন। আমি খুঁশি হয়েছি অনেক এ হুইল চেয়ার পেয়ে।

আরেক শারীরিক প্রতিবন্ধী তাজু ব্যাপারি (৭০) বলেন, দীর্ঘদিন যাবৎ লাঠি ভর করে চলছি। অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ এ হুইলচেয়ারের মাধ্যমে চলাচল করতে পারবো।

সংগঠনের পরিচালক মোঃ বিপ্লব হোসাইন বলেন, সানরাইজ ক্লাব থেকে আমরা বছরের বিভিন্ন সময়ে দুস্থ অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় জিনিমপত্র বিতরণ করে থাকি। তার-ই ধারাবাহিকতায় এবার ১০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেছি।

এছাড়াও আমাদের সংগঠনের মাধ্যমে গরিব মেহনতি মানুষের মাঝে শীতবস্ত্র ও ঈদ উপহার সামগ্রী বিতরণসহ বিভিন্ন সময় শিক্ষা উপকরণ বিতরণ করে থাকি। সকলের সার্বিক সহযোগিতা পেলে সংগঠনকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশা আল্লাহ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!