কামরুল হাসান হৃদয়,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আল আদিব ইসলামী একাডেমির আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪এপ্রিল) শহরের বাস টার্মিনাল এলাকায় প্রতিষ্ঠানটির হলরুমে সুধীজনদের নিয়ে আলোচনাসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যাদৈয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা বেলাল হোসাইন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ক্বারী হাফেজ মোঃ ফিরোজ আলম, হাফেজ মোঃ নাঈম হোসেন, জেনারেল বিভাগের সহকারি শিক্ষক আকরাম হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা সুললিত কণ্ঠে শুদ্ধ কোরআন
তিলাওয়াত ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা বেলাল হোসাইন বলেন, লক্ষ্মীপুরে থেকে আন্তর্জাতিক মানের হাফেজ গড়ার লক্ষ্যেই আল আদিব ইসলামী একাডেমির যাত্রা শুরু করেছি। গত বছরের নভেম্বরে শুভ সূচনা হয় প্রতিষ্ঠানের, আলহামদুলিল্লাহ সচেতন অভিভাবকদের অল্প সময়ের পথচলায় ভালো-ই সাড়া পাচ্ছি।
তিনি আরো বলেন, হাফেজদের জন্য মনোরম পরিবেশ ও সুন্দর আয়োজনে লক্ষ্মীপুর থেকে আমাদের যাত্রা শুরু, ইনশা আল্লাহ এ হাফেজরা একসময় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করবে।
উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটির প্রারম্ভিক ধাপেই অভিভাবকদের দৃষ্টি কেড়েছে অল্প সময়ে হাফেজ গড়ে। মোঃ মহিব নামে এক শিক্ষার্থী জেনারেল পড়াশুনা ছেড়ে পরিবারের ইচ্ছায় হাফেজি পড়ে প্রতিষ্ঠানটিতে, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে অল্প সময়ে হিফজ সম্পন্ন করে হাফেজ হয় সে।
আল আদিব ইসলামী একাডেমিতে প্রথম জামাত থেকে নুরানি তৃতীয় জামাত পর্যন্ত আধুনিক পদ্ধতি এবং মানসম্মত উপায়ে শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরবর্তীতে উচ্চ শিক্ষার জেলায় মানসম্মত শিক্ষাকেন্দ্র হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।