কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: আইএফআইসি ব্যাংক লক্ষ্মীপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২এপ্রিল) শহরের হসপিটাল রোডস্থ অভিজাত রেস্তোরাঁ ফুড ফ্যাভিলিয়নে এ আয়োজন করা হয়।
শাখার ব্যাবস্থাপক মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সভাপতি জসিম উদ্দিন (পিপি), জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক, লক্ষ্মীপুর বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবদুল আজিজ, ডা: মোক্তার হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী আবদুর রব শামীম, সিরাজুল ইসলাম, বদরুল আলম বাবুল, সোপিরেট এর প্রকল্প কর্মকর্তা মোঃ শরীফ, রাকিব হোসেনসহ আইএফআইসি ব্যাংক লক্ষ্মীপুর শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে ব্যাংকের ব্যাবসায়িক সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন ইসলামিক আলোচক মাওলানা নজরুল ইসলাম আশরাফি।
দোয়া মোনাজাত শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলে ইফতার আয়োজনে অংশগ্রহণ করেন।