প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ
নোয়াখালীতে যাত্রা শুরু করল “ঔষধ-দাবাই”।
নোয়াখালীতে যাত্রা শুরু করল ঔষধের হোম ডেলিভারি দেয়া প্রতিষ্ঠান "ঔষধ-দাবাই"।
- গত ৮ ফেব্রুয়ারী থেকে নোয়াখালীর জেলা সদর মাইজদী থেকে ঔষধের হোম ডেলিভারি সেবা চালু করেছে ঔষধ-দাবাই নামক অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান।প্রাথমিক অবস্থায় ঔষধ-দাবাই ফেসবুক পেজ থেকে গ্রাহকরা অর্ডার করতে পারছেন তাদের প্রয়োজনীয় ঔষধ এবং তা দ্রুতই পৌছে যাচ্ছে সেবাগ্রহীতার নিকট।এতে করে গ্রাহকরা ন্যায্যমূল্যের পাশাপাশি দ্রুতসময়ের মধ্যে প্রয়োজনীয় ঔষধগুলো পাচ্ছেন।
ঔষধ-দাবাই'র এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নোয়াখালীর সচেতন নাগরিকরা।তাদের মতে,এমন উদ্যোগ নোয়াখালীবাসীর উন্নত নাগরিক সেবার গতিকে ত্বরান্বিত করবে, নোয়াখালীতে বসেই তারা বড় শহরগুলোর সুফল পাবেন ঘরে বসে প্রয়োজনীয় ঔষধ পাওয়ার মাধ্যমে।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।
Copyright © 2024 ধূমকেতু বার্তা. All rights reserved.