নোয়াখালীতে যাত্রা শুরু করল ঔষধের হোম ডেলিভারি দেয়া প্রতিষ্ঠান “ঔষধ-দাবাই”।
- গত ৮ ফেব্রুয়ারী থেকে নোয়াখালীর জেলা সদর মাইজদী থেকে ঔষধের হোম ডেলিভারি সেবা চালু করেছে ঔষধ-দাবাই নামক অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান।প্রাথমিক অবস্থায় ঔষধ-দাবাই ফেসবুক পেজ থেকে গ্রাহকরা অর্ডার করতে পারছেন তাদের প্রয়োজনীয় ঔষধ এবং তা দ্রুতই পৌছে যাচ্ছে সেবাগ্রহীতার নিকট।এতে করে গ্রাহকরা ন্যায্যমূল্যের পাশাপাশি দ্রুতসময়ের মধ্যে প্রয়োজনীয় ঔষধগুলো পাচ্ছেন।
ঔষধ-দাবাই’র এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নোয়াখালীর সচেতন নাগরিকরা।তাদের মতে,এমন উদ্যোগ নোয়াখালীবাসীর উন্নত নাগরিক সেবার গতিকে ত্বরান্বিত করবে, নোয়াখালীতে বসেই তারা বড় শহরগুলোর সুফল পাবেন ঘরে বসে প্রয়োজনীয় ঔষধ পাওয়ার মাধ্যমে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।