ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

কমলনগরের রাপ্তি সুযোগ পেল মেডিক্যালে

কামরুল হাসান হৃদয়
মার্চ ৯, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের রাপ্তি মেডিক্যালে সুযোগপ্রাপ্ত হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিক্যালে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় সে। রাপ্তির পুরো নাম লামিয়া সুলতানা রাপ্তি। রাপ্তি উপজেলার ৭নং হাজির হাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাস্টার বাড়ির হারুন অর রশীদের মেয়ে।

বাবা হারুন অর রশীদ উপজেলার হাজীরহাট তোয়াহা স্মৃতি বালিকা স্কুল অ্যান্ড কলেজে হিসাব রক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পাঁচ কন্যা সন্তানের মধ্যে রাপ্তি সবার ছোটো।

রাপ্তির শিক্ষাজীবন সম্পর্কে জানা যায় সে ২০২১ সালে কমলনগর হাজির হাট তোয়াহা স্মৃতি বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থীয় জিপিএ-৫ এবং ২০২৩ সালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

মেডিক্যালে সুযোগপ্রাপ্ত রাপ্তি অনুভূতি প্রকাশ করে বলেন, আমার স্বপ্ন একজন বড় মাপের ডাক্তার হয়ে সমাজের নদীভাঙন কবলিত প্রান্তিক দুস্থ অসহায় হতদরিদ্র মানুষকে সেবা দেওয়া।

রাপ্তির বাবা হারুন অর রশীদ বলেন, ছোটো বেলা থেকে অনেক কষ্ট সংগ্রাম করে বড় হয়েছি। নিজে অভাব বোধ করলেও কখনো পরিবার কিংবা সন্তানদের বুঝতে দিইনি। আমি পেশায় একজন হিসাবরক্ষক মাসে যে পরিমাণ সম্মানি পাই সেগুলো দিয়ে সন্তানদের পড়ালেখার জোগান দিয়েছি।আমার ৫মেয়ের মধ্যে রাপ্তি সবার ছোটো সে ছোটো বেলা থেকে অদম্য মেধাবী।আমার স্বপ্ন ছিলো পরিবারের ছোটো মেয়েকে ডাক্তার বানাবো।আল্লাহ আমাদের সহায় হয়েছে। এতে আমি অনেক বেশি আনন্দিত ও খুশি আমার ছোটো মেয়ের জন্য সকলের নিকট দোয়া চাই, সে যেনো পড়াশুনা শেষে গরীব মেহনতী মানুষের জন্য কিছু করতে পারে।

উল্লেখ্য যে, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (এএফএমসি) ঢাকা ক্যান্টনমেন্টের অভ্যন্তরে অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ। বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে এটি প্রতিষ্ঠা করে। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একমাত্র সরকারি মেডিক্যাল কলেজ।১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এর অন্তর্ভুক্ত ছিল। ২০০৯ সাল থেকে এটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব
প্রফেশনালস (বিইউপি) অধিভুক্ত। এতে দুই ধরনের ছাত্র রয়েছে:মেডিকেল ক্যাডেট (এএফএমসি ক্যাডেট) এবং আর্মি মেডিকেল কর্পস ক্যাডেট (এএমসি ক্যাডেট)।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!