ঢাকাশনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

ইলেভেন কেয়ার পরিবার’র পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব

কামরুল হাসান হৃদয়
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ইলেভেন কেয়ার পরিবার এর ৩টি প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি (শনিবার) বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের গোল্ডেন সিক্স শ্রেণির শিক্ষার্থী আয়ান রহমান এবং গীতা পাঠ করেন অহনা দাশ ঐত্রী। এরপর সকলে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করেন।

পিঠা উৎসব অনুষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন করেন, ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কবিরুল ইসলাম আরজু। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম, নন্দন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ইসমাইল হোসেন, আজিজুর রহমান, অ্যাডভোকেট ইফতেখার মাহমুদ ফয়সাল ও মোঃ নুরুল আলম।

ইলেভেন কেয়ার পরিবারের ৩টি প্রতিষ্ঠান, ইলেভেন কেয়ার একাডেমি, ইলেভেন কেয়ার আইটি হাইস্কুল, ইলেভেন কেয়ার মডেল নুরানি ও হেফজ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাহারি রকম পিঠার সমাহারে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবে ব্যতিক্রমী পিঠার সমাহার ও নান্দনিক নামে ১০টি পিঠা স্টল অংশগ্রহণ করে। পিঠা স্টলগুলোর মধ্যে রয়েছে; রকমারি পিঠাঘর, বাঙালিয়ানা, মজাদার পিঠা ঘর, ওরে পিঠা খাবি আয়, বারোমাসি পিঠাঘর, হরেকরকম পিঠা, পৌষ পার্বন, পিঠাপুলি সমাহার, বর্ণমালা পিঠাঘর ও পিঠা খাইলে আয়।

পিঠা স্টলগুলোতে হরেকরকম পিঠার মধ্যে পসরায় ঠাঁই পেয়েছে পেয়েছে প্রায় ৫৬ রকম পিঠা।

সহকারী শিক্ষিকা শারমিন শিপুর উপস্থাপনায় ও প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ওয়ামি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৫৩জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও নগদ অর্থপ্রদান করেন বিদল্যায়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ও শিক্ষকবৃন্দ। এরপর ৩টি প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যেমন খুঁশি তেমন সাজ অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্নরকম সাজে তাদের উপস্থাপনা দেখায়।

 

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!