কী দরকার ছিলোরে মা
সন্তান ভূমিষ্ঠ করানোর দুনিয়ায়?
তোর সুখের বলি হয়ে
আমাকে এখন কুকুরে খায়!
ফেলে গেলি ডাস্টবিনে মা
দুর্গন্ধ আর আর্বজনায়
কুকুরেরও সহ্য হলো নারে মা
তুলে নিলো তারা আস্তানায়।
একটু পরে-ই আমার মাংস হাঁড়
কুকুরে করবে ভজন
কসম করে বল, মা!
আমার সহোদর ফেললি কয় জন?
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।