ঢাকাবৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের উদ্যোগে আবৃত্তি প্রশিক্ষণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

কামরুল হাসান হৃদয়
জানুয়ারি ১৮, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুরে আবৃত্তি প্রশিক্ষণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে উক্ত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার ধারাবাহিক কার্যক্রম।

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের উদ্যোগে জেলার রায়পুর উপজেলার বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠানের হল রুমে চলে আবৃত্তি প্রশিক্ষণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

আবৃত্তি প্রশিক্ষণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন, নোয়াখালী ম্যাটস এর প্রাক্তন অধ্যক্ষ ও লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর সভাপতি ডাঃ মোঃ সালাহ উদ্দিন শরীফ।

বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন।

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক আনিস আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী গিয়াস উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট সংগীত শিল্পী ও সাহিত্য সংসদের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল বাসার, সেঁজুতির প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন অ্যাডভোকেট মুরাদ আল হাসান চৌধুরী রচিত উচ্চারণ ও আবৃত্তি বিষয়ক প্রবন্ধ পাঠ করেন সেজুঁতির রায়পুর-২ শাখার আহবায়ক শারমিন সুলতানা, প্রবন্ধ বিষয়ে আলোচনা করেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক বিশিষ্ট আবৃত্তিকার আসাদুল ইসলাম শ্রাবণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর নির্বাহী সদস্য কবি কামরুল হাসান হৃদয় , ফেনী সাহিত্য সভার সদস্য কবি সালেহা খানম, বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন পাটওয়ারী প্রমূখ।

অনুষ্ঠানে আগত অতিথিদের বক্তব্যের শুরুতে দুই শতাধিক শিক্ষার্থীকে আবৃত্তি প্রশিক্ষণ করান, সাংস্কৃতিক সংগঠন সেঁজুতি রায়পুর-২ শাখার আহবায়ক শারমিন সুলতানা। সলো আবৃত্তিতে অংশগ্রহণ করেন সেঁজুতির লক্ষ্মীপুর জেলা সভাপতি হোসনে আরা কানন, রায়পুর-৩ শাখার এর সভাপতি ময়লী মজমুদার ও রায়পুর-১ শাখার আহবায়ক সালেহা মুক্তা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেন, সাহিত্য সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে আমাদেরকে শুদ্ধ উচ্চারণে কথা বলতে এবং শিল্প-সাহিত্য সংস্কৃতিকে অন্তরে লালন করতে হবে। তিনি সাহিত্য সংসদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য যে, বিদ্যালয়ের ৬জন শিক্ষার্থী স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা এবং ১৯জন শিক্ষার্থী আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!