কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে নৌকাকে ডুবিয়ে জয়ী হয়েছেন এ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন। তিনি ঈগল প্রতীক নিয়ে ৪৬ হাজার ৩৭২ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোটের প্রার্থী নৌকা প্রতীকের
মোশারফ হোসেন পেয়েছেন ৩৩হাজার ৮১০ ভোট।
রোববার (৭ জানুয়ারি) দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে বিষয়টি জানা গেছে।
লক্ষ্মীপুর-৪ আসনের ফলাফল ঘোষণা করেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।